Monday, 02/Jan/2023

ওয়েসিস’র মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরল শত যুবক


পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিচালিত মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র ‘ওয়েসিস’-এর মাধ্যমে শতাধিক মাদকাসক্ত ব্যক্তি স্বাভাবিক জীবনে ফিরিয়ে এসেছে।
 

মাদকাসক্তি থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা ব্যক্তিদের বেশিরভাগের বয়স ১৮-৩৫ বছরের মধ্যে। স্বাভাবিক জীবনে আসার পরও তাদের নিয়মিত মনিটরিংয়ে রাখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

স্বাভাবিক জীবনে ফিরে আসা এমনই একজন জানালেন, বছর দুয়েক আগে বেসরকারি একটি ফার্মে চাকরি করার সময় বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে কৌতূহল বশত মাদক গ্রহণ শুরু করেন তিনি। অল্প কিছুদিনের মধ্যে পুরোদস্তুর মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন। বেতনের পুরোটাকা মাদকের পেছনে খরচ করতেন।

একসময় পরিবারের অন্য সদস্যরা দেখলেন চাকরিতে ও খায়রুলের পরিস্থিতি ভালো যাচ্ছে না। বাসায় কোনো খরচ দিচ্ছেন না, এমন কি মাদক কিনতে আরও টাকার জন্য বাসায় চাপ দিচ্ছেন। এর একমাত্র কারণ মাদকে আসক্ত হওয়া। একপর্যায়ে বাধ্য হয়েই পরিবারের সদস্যরা তাকে সুস্থ-স্বাভাবিক জীবনে ফেরাতে পর পর দুটি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা দেওয়া শুরু করেন। তবে এই চিকিৎসা তেমন কাজে আসেনি। অবশেষে নিয়ে আসা হয় পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিচালিত মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র ‘ওয়েসিস’-এ। প্রায় তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন এই যুবক। বর্তমানে আগের সেই ফার্মেই চাকরি করছেন। নিয়মিত যোগাযোগ রাখছেন ওয়েসিসের সঙ্গে।

গত বছরের ৭ অক্টোবর পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভার ভিউ প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে‘ওয়েসিস’। মনোমুগ্ধকর ও নান্দনিক পরিবেশে উন্নত ব্যবস্থাপনায় দেশের সবচেয়ে অত্যাধুনিক মাদক নিরাময় ও পুনর্বাসনের এই কেন্দ্রটি ৬০ শয্যা বিশিষ্ট। বর্তমানে প্রায় সকল শয্যায় রোগী রয়েছে।