Saturday, 08/Nov/2025

POHS Sports Complex



খিলক্ষেত থানাধীন পিওএইচএস এ দৃষ্টিনন্দন একটি স্পোর্টস ফ্যাসিলিটিজ এর কার্যক্রম চলমান, যেখানে রয়েছে ফুটসাল, ব্যাডমিন্টন, বাস্কেটবল এবং ক্রিকেট (টি-২০)  খেলার সুযোগ। এক্ষেত্রে আপনি স্বল্প পরিসরে ও স্বল্প খরচে বুকিং করে খেলাধুলাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে পারবেন। সাথে রয়েছে ক্যাফেটেরিয়া ও উন্নত মানের খাবারের সুব্যবস্থা। উল্লেখ্য, ডিসেম্বর-২০২৫ থেকে বুকিং কার্যক্রম শুরু হবে।
 
যোগাযোগ: ০১৩২১-১৪২১২২, ০১৭১৭-৬৪৮৫৪৯

Photo Gallery