Thursday, 16/Oct/2025

Business Development


আপনি কোন উদ্যোক্তা?  বিনিয়োগ করতে আগ্রহী?

এক্ষেত্রে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট হতে পারে আপনার বিনিয়োগের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান। ট্রাস্টের আয় বৃদ্ধি, বিনিয়োগ বৈচিত্র্য, এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন কৌশল অবলম্বন করে এখানে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করা হয়। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট একটি স্বনামধন্য সরকারি ট্রাস্ট, যা পুলিশ সদস্যদের কল্যাণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন লক্ষ্যে কাজ করে ট্রাস্টের আয় সম্পূর্ণভাবে বাংলাদেশ পুলিশের কল্যাণমূলক কাজে ব্যয় করা হয় প্রতিষ্ঠানটি বর্তমানে বাণিজ্যিক ভবন, রিসোর্ট, নিরাপত্তা সেবা, ট্যুরিজম, নির্মাণ, স্বাস্থ্য ইভেন্ট ম্যানেজমেন্টসহ বিভিন্ন খাতে সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে।

বিদ্যমান প্রকল্পসমূহ
🏢 বাণিজ্যিক ভবন শপিং মল
  • পুলিশ প্লাজা কনকর্ড (গুলশান, ঢাকা): বাংলাদেশের অন্যতম আধুনিক শপিং বাণিজ্যিক কমপ্লেক্স
আয় উৎস: দোকান, অফিস রেস্টুরেন্ট ভাড়া
বর্তমানে ০৩টি দোকান এবং ০২টি অফিস স্পেস খালি আছে
দোকান ও অফিস স্পেস ভাড়া নিতে আগ্রহী ব্যাক্তি/প্রতিষ্ঠান ভাড়ার জন্য নিন্মোক্ত নাম্বারে যোগাযোগ করুনঃ ম্যানেজার ০১৮৬০-৯৯০২৮২, সহকারী ম্যানেজার ০১৭১৬-১০২৭০০

 
  • পুলিশ প্লাজা বগুড়া : উত্তরবঙ্গের বৃহত্তম শপিং মল সিনেপ্লেক্সসহ ১০ তলা বাণিজ্যিক ভবন
আয় উৎস: দোকান, অফিস রেস্টুরেন্ট ভাড়া
বর্তমানে ২১৭টি দোকান/অফিস স্পেস এর মধ্যে ৯৭ টি খালি রয়েছে
(স্বল্পমূল্যে অফিস ও দোকান বরাদ্দ চলমান রয়েছে )

দোকান ও অফিস স্পেস ভাড়া নিতে আগ্রহী ব্যাক্তি/প্রতিষ্ঠান ভাড়ার জন্য নিন্মোক্ত নাম্বারে যোগাযোগ করুনঃ (০১৩২১-১৪২১৮০ এবং ০১৩২০-১২৬৫০২ বগুড়া)
 
  • পুলিশ প্লাজা নন্দনকানন (চট্টগ্রাম): দক্ষিণাঞ্চলের ব্যবসায়িক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত
আয় উৎস: দোকান, অফিস হোটেল ভাড়া
যোগাযোগঃ 01819-838347 এবং 01320-052550
 
  • পুলিশ প্লাজা কুমিল্লা (নির্মাণাধীন): ১১ তলা আধুনিক শপিংমল অফিস কমপ্লেক্স
                 
(স্বল্পমূল্যে অফিস ও দোকান বরাদ্দের জন্য যোগাযোগ করুন )
 
  • দোকান ও অফিস স্পেস ভাড়া নিতে আগ্রহী ব্যাক্তি/প্রতিষ্ঠান ভাড়ার জন্য নিন্মোক্ত নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৩২০-১১৩৯০২ এবং ০১৩২০-০৩০০৩২ কুমিল্লা
সেবা সহযোগী প্রতিষ্ঠান
  • Police Trust Security & Logistics:
শতভাগ পুলিশ ভেরিফাইড গার্ডের দ্বারা নিরাপত্তা সেবা, নিরবচ্ছিন্ন মনিটরিং করা হয়। আপানর প্রতিষ্ঠানের নিরাপত্তা সেবার জন্য যোগাযোগঃ
 
পুলিশ ট্রাস্ট সিকিউরিটি এন্ড লজিস্টিকস লিমিটেড
     পুলিশ প্লাজা কনকর্ড, টাওয়ার - এ, লেভেল - ৬
     রোড -১৪৪, গুলশান -১। ঢাকা-১২১২
হটলাইনঃ +৮৮ ০১৩২১ ১৪২০৯৫

I‡qe mvBU: www.police-trust-security.com
 
  • Police Trust Tours & Travels Ltd.:
ভিসা, হজ্জউমরাহ, মেডিক্যাল ট্যুরিজম দেশিবিদেশি ট্যুর সেবা প্রদানে বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। সরকারি অনুমোদিত হজ্জ এজেন্সির সাথে সমন্বিত সেবা, কাস্টমাইজড ট্যুর প্যাকেজ বিশেষ, ডিসকাউন্টেড টিকিট ভিসা প্রসেসিং এর জন্য Police Trust Tours & Travels Ltd. সর্বদা আপনার পাশে।
টিকিট ভিসা প্রসেসিং এর জন্য যোগাযোগ করুনঃ ০১৩২১-১৪২০৭৫, ০১৩২১-১৪২০৭৬ এবং ০১৩২১-১৪২০৭৭
 
  • Police Trust Construction & Development Ltd.:
কনস্ট্রাকশন, আর্কিটেকচার, স্ট্রাকচারাল ডিজাইন প্রজেক্ট ম্যানেজমেন্ট সেবা প্রদানে একটি সনামধন্য প্রতিষ্ঠান।
আপনার বাড়ী, অফিস, মার্কেট ও অন্যান্য বাণিজ্যিক স্থাপনা নির্মানের জন্য আমাদের সাথে যোগাযোগ করুনঃ
রেজিস্টার্ড অফিস: পুলিশ প্লাজা কনকর্ড, লেভেল-৬, ভবন-২, গুলশান-১, ঢাকা-১২৩০
কর্পোরেট অফিস: ৩য় তলা, সিগনেচার ভবন, মেইন রোড, প্লট-১১, ব্লক-ডি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২
মোবাইলঃ ০১৩২১-১৪২১১২, ০১৩২১-১৪২১১৪

Web: www.ptcdl.com
  • Oasis মাদকাসক্তি নিরাময় কেন্দ্র:
আধুনিক চিকিৎসা, কাউন্সেলিং পুনর্বাসন সুবিধা, ২৪ ঘণ্টা সেবা নজরদারি, আলাদা থেরাপি রুম, মেডিটেশন রিক্রিয়েশন সুবিধা, ফিজিওথেরাপি হেলথ চেক-আপ সুবিধা, বার আবাসনের স্বাস্থ্যসম্মত ব্যবস্থা, কর্মসংস্থান সামাজিক পুনঃসম্পৃক্তির জন্য রিহ্যাব পরবর্তী সহায়তা, অনলাইন অফলাইন কাউন্সেলিং সেবা, জরুরি চিকিৎসা এম্বুলেন্স সুবিধা।
      স্বল্প মূল্যে উন্নত চিকিৎসার জন্য আমাদের সাথে যোগাযোগ করুনঃ
মোবাইলঃ ০১৩২০- ২২৫৬৯৮,
০১৩২০-২২৫৬৯৯  (web: www.oasisbp.com)

 
  • Resort Chain:
পলওয়েল পার্ক এন্ড রিসোর্ট, রাঙ্গামাটি
পলওয়েল পার্ক এন্ড কটেজ,রাঙ্গামাটি বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের একটি জনপ্রিয় রিসোর্ট পার্ক, অফিসিয়ালি Rangamati District Police দ্বারা পরিচালিত। পার্কটি কাপ্তাই হ্রদের ধারে অবস্থিত, যা পার্কের সৌন্দর্যকে অনেকটাই বৃদ্ধি করেছে। পার্কের মধ্যে কটেজে থাকার সুবিধা আছে। পার্ক কটেজে সাধারণ সুবিধাসমূহ যেমন: নিরাপত্তা, WiFi, কার পার্কিং ইত্যাদি
আপনার ভ্রমনের সুবিধার্থে আমাদের রয়েছে অভিজ্ঞ গাইডের ব্যবস্থা
যোগাযোগ: ০১৮৭৭-৭২৫৫৪১, ০১৮৭৭-৭২৫৫৪২
web: www.polwelpark.com

হাইল্যান্ডার পার্ক এন্ড রিসোর্ট, থানচি, বান্দরবন
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ,০০০ ফুট উঁচুতে অবস্থিত। থানচি থানার পাশে, প্রায় একর জায়গাজুড়ে তৈরি। পার্বত্য ভূ-প্রকৃতি, সবুজ পাহাড়, নদী ঝর্ণার নৈসর্গিক দৃশ্য রয়েছে। বিভিন্ন রকম কটেজ রয়েছে: ভিআইপি কটেজ, হানিমুন কটেজ, এক্সিকিউটিভ কটেজ এবং ডরমিটরি সুবিধাও রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য নিরাপদ পরিবেশে জনপ্রিয় পর্যটন গন্তব্য। আপনার ভ্রমনের সুবিধার্থে আমাদের রয়েছে অভিজ্ঞ গাইডের ব্যবস্থা
যোগাযোগ:০১৬১৮-১৯৩৬৬৬, ০১৮৪৩-৪০০৬১২
www.facebook.com/Highlanders park & Resort
 
  • কনভেনশন হলঃ
Police Staff College Convention Hall (মিরপুর, ঢাকা)
মিরপুরের অধুনিক কনভেনশন হলগুলোর মধ্যে অন্যতম  বিবাহ, বৌভাত, জন্মদিন, কর্পোরেট প্রোগ্রাম, ইফতার পার্টি, সেমিনার, সরকারী, আধা -সরকারী, স্বায়ত্বশাসিত, জাতীয় সংস্থার অনুষ্ঠান, সাধারণ সভা, বোর্ড সভা, পণ্য ও চিত্র প্রদর্শনী,পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বেসরকারী (দেশীয় ও আন্তর্জাতিক) প্রতিষ্ঠান ও অন্যান্য সংস্থার অনুষ্ঠান ইত্যাদির জন্য হল বুকিং এর জন্য যোগাযোগ করুনঃ
  পিএসসি কনভেনশন হল, মিরপুর-১৪, ঢাকা
কাস্টমার সার্ভিস অফিসার 

মোবাইল ০১৩২০-২১৬২৬১


Police Trust Convention Center (চট্টগ্রাম):
চট্টগ্রাম বিভাগের অন্যতম কনভেনশন সেন্টার হচ্ছে পুলিশ ট্রাস্ট কনভেনশন সেন্টার আধুনিক ইভেন্ট, কনফারেন্স, কর্পোরেট প্রোগ্রামের বিবাহ, বৌভাত, জন্মদিন, কর্পোরেট প্রোগ্রাম, ইফতার পার্টি, সেমিনার, সরকারী, আধা -সরকারী, স্বায়ত্বশাসিত, জাতীয় সংস্থার অনুষ্ঠান, সাধারণ সভা, বোর্ড সভা, পণ্য ও চিত্র প্রদর্শনী,পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বেসরকারী (দেশীয় ও আন্তর্জাতিক) প্রতিষ্ঠান ও অন্যান্য সংস্থার অনুষ্ঠানের জন্য উপযোগী ভেন্যু হল বুকিং এর জন্য যোগাযোগ করুনঃ
 মোবাইলঃ ০১৮১৯-৮৩৮৩৪৭


কৌশলগত লক্ষ্য (২০২৫-২০৩০)
আয় বৃদ্ধি: ২০% বার্ষিক প্রবৃদ্ধি অর্জন
৫টি নতুন লাভজনক প্রকল্প বাস্তবায়ন
Police Welfare Brand কে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করা

নতুন ব্যবসায়িক পরিকল্পনা
  • ড্রাইভিং স্কুল স্থাপন
  • স্পোর্টস ফ্যাসিলিটি স্থাপন
  •  সিলেট জেলায় ভোলাগঞ্জে একটি পিকনিক স্পট এন্ড হাইওয়ে রেস্টুরেন্ট স্থাপন
  • পুলিশ প্লাজা সিরিজের নতুন শাখা সম্প্রসারণ
  • সিলেট কক্সবাজারে Resort প্রতিষ্ঠা
  • থানচি হাইল্যান্ডারে Adventure & Eco-Tourism Zone তৈরি
  • ইভেন্ট ম্যানেজমেন্ট ইউনিট আধুনিক কনভেনশন হল আপগ্রেড
  • Oasis Rehabilitation Center বিশেষ থেরাপি সেবা উন্নয়ন