Monday, 26/Dec/2022

পুলিশ ট্রাস্ট কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড


পুলিশ ট্রাস্ট কনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড
একটি উদ্ভাবনী নির্মাণ এবং উন্নয়ন সেবা সংস্থা, এটি বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট দ্বারা পরিচালিত। আমাদের ক্লায়েন্ট বৃহৎ বা ক্ষুদ্র হোক না কেন, আমরা মানসম্মত নির্মাণ পরিষেবা প্রদান করি যা তাদের প্রত্যাশাকে বাস্তবায়িত করে।পুলিশ ট্রাস্ট কনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে গ্রাহকদের পরিষেবা প্রদানে বিশেষজ্ঞ। পুলিশ ট্রাস্ট কনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড ০২ ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ হতে পুলিশ হেডকোয়ার্টার্স, ডিএমপি, এসবি, এপিবিএন, সিআইডি হেডকোয়ার্টার্স, পুলিশ স্টাফ কলেজ,  বাংলাদেশ পুলিশ একাডেমীসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট এবং সবধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানে নির্মাণ ও মেরামত পরিষেবা অত্যন্ত সুনামের সহিত প্রদান করে আসছে। পুলিশ ট্রাস্ট কনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড বিভিন্ন নির্মাণ ও উন্নয়ন পরিষেবার সমাধান এবং প্রকল্পের নির্মাণ কাজ দক্ষ প্রকৌশলী এবং ব্যবস্থাপক দ্বারা প্রকল্পের কাজের গুনগত মান নিশ্চিত করা হয়। পুলিশ ট্রাস্ট কনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন সরকারি নির্মাণ সংস্থা কর্তৃক বৈধ লাইসেন্সপ্রাপ্ত হয়েছে। যেমন, LGED, PWD, ELB (ABC) থেকে প্রথম শ্রেণীর ঠিকাদারী লাইসেন্সপ্রাপ্ত এবং পুলিশ হেডকোয়ার্টার্স, স্পেশাল ব্রাঞ্চ, সিআইডি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, খুলনা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ একাডেমীসহ বিভিন্ন সরকারী সংস্থার তালিকাভুক্ত ঠিকাদার হিসেবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

আমাদের সেবাসমূহ (Our Services):
- সিভিল কনস্ট্রাকশন 
- আর্কিটেকচারাল ডিজাইন ও বাস্তবায়ন
- ইলেকট্রোমেকানিক্যাল ও ফিনিশিং ওয়ার্কস 
- প্রজেক্ট ম্যানেজমেন্ট ও QA/QC সাপোর্ট
- কনসাল্টেন্সি ও ইস্টিমেট প্রস্তুতকরণ
- স্ট্রাকচারাল ডিজাইন ও গৃহ-নির্মাণ ডিজাইন প্রস্তুতকরণ
 টার্গেট ক্লায়েন্ট (Target Clients): 
- বাংলাদেশ পুলিশ
- পুলিশ হেডকোয়ার্টার্স
-স্পেশাল ব্রাঞ্চ
-সিআইডি
-ঢাকা মেট্রোপলিটন পুলিশ
-আর্মড পুলিশ ব্যাটালিয়ন
-বাংলাদেশ পুলিশ একাডেমী
-খুলনা মেট্রোপলিটন পুলিশ
- সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান
- কর্পোরেট হাউজ
- রিয়েল এস্টেট কোম্পানি
- আন্তর্জাতিক সংস্থা (INGO, UN, UNFPO)

আমাদের প্রতিষ্ঠানের মাধমে কাজ করলে যেসব সুবিধা পাবেন / Advantages of Our Organization:
  • আমরা আমাদের প্রতিশ্রুতির প্রতি দায়বদ্ধ এবং প্রতিটি প্রকল্পে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে গুণগত মান বজায় রেখে প্রকল্প সম্পাদন করা। 
  • আমাদের অভিজ্ঞ ও দক্ষ প্রকৌশলী, ডিজাইনার ও টেকনিক্যাল টিম দ্বারা প্রকল্পের সঠিক তদারকি। 
  • আমাদের দ্বারা বাস্তবায়িত প্রতিটি প্রকল্পের প্রতিটি ধাপে আন্তর্জাতিক মানের গুণগতমান নিশ্চিত করা হয়। 
  • নির্ভরযোগ্য হিসাবরক্ষণ ও আর্থিক স্বচ্ছতা আমাদের অন্যতম বৈশিষ্ট্য।
  • কাজ চলাকালীন নিয়মিত মনিটরিং ও ক্লায়েন্ট ফিডব্যাক শতভাগ নিশ্চিত করা হয়। 
  • আমাদের দক্ষ ইঞ্জিনিয়ারিং টিম দ্বারা দ্রুত সাড়া দিয়ে ক্লায়েন্টের সমস্যার সমাধান করা হয়। 
  • ভবিষ্যৎ প্রয়োজন মাথায় রেখে আমাদের প্রতিষ্ঠান টেকসই ও আধুনিক নির্মাণ সেবা প্রদান করে।
  • নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা আমাদের অন্যতম অঙ্গীকার। 
 বিপণন কৌশল (Marketing Strategy): 
- সরকারি দপ্তরে প্রেজেন্টেশন ও প্রোপোজাল সাবমিশন 
- CSR ও ব্র্যান্ডিং কার্যক্রম 
- পোর্টফোলিও শেয়ারিং ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং 
- টেন্ডার ওয়ার্ক এবং ডাইরেক্ট অ্যাপ্রোচ

 মানবসম্পদ ও পরিচালনা (HR & Management): 
- অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট ও টেকনিক্যাল স্টাফ 
- বিভাগভিত্তিক দক্ষ জনবল 
- নিয়মিত প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি কার্যক্রম

গুগল ম্যাপ লিংক

আপনি এই লিংকে ক্লিক করে রুট নির্দেশ, পথনির্দেশ এবং কাছাকাছি অবস্থান দেখতে পারবেন।
https://maps.app.goo.gl/49fbgna5G9Hz5u4r5?g_st=aw

যোগাযোগঃ
রেজিস্টার্ড অফিস: পুলিশ প্লাজা কনকর্ড, লেভেল-৬, ভবন-২, গুলশান-১, ঢাকা-১২৩০
কর্পোরেট অফিস: ৩য় তলা, সিগনেচার ভবন, মেইন রোড, প্লট-১১, ব্লক-ডি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২
মোবাইলঃ ০১৩২১-১৪২১১২, ০১৩২১-১৪২১১৪
ই-মেইল: policetrust2021@gmail.com
Web: www.ptcdl.com

 

Visit Police Trust Construction & Development!

View in Map