Tuesday, 20/Dec/2022

মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র (ওয়েসিস)


বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট প্রজেক্ট পরিচালিত একটি প্রতিষ্ঠান। 

প্রতিষ্ঠাকালঃ ৭ অক্টোবর, ২০২১ খ্রিঃ

অবস্থানঃ বসুন্ধরা রিভারভিউ প্রকল্প, দক্ষিণ কেরাণীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।

সেবা কার্যক্রমঃ

  • সাত তলাবিশিষ্ট শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র।
  • সেবা প্রদান ২৪ ঘন্টা। 
  •  শয্যা সংখ্যা – ৬০টি । (পুরুষ শয্যা সংখ্যা - ৪৬ টি ও মহিলা শয্যা সংখ্যা – ১৪ টি)
  • ভিআইপি কেবিন সংখ্যা- ৩টি।
  • ডোপ টেস্ট মেশিন (গ্যাস প্রমোটো গ্রাফি) দ্বারা পরীক্ষার ব্যবস্থা।

অন্যান্য সুবিধাসমূহঃ

  • সার্বক্ষনিক চিকিৎসক, নার্স, ফিজিওথেরাপিস্ট ও সাইকিয়াট্রিস্ট।
  • সিসি ক্যামেরা ও প্রশিক্ষিত জনবল দ্বারা নিরাপত্তা প্রদান।
  • প্রাকৃতিক পরিবেশে ছাদ বাগান। 
  • কাউন্সেলিং, মেডিটেশন, ইয়োগা।
  • ইনডোর গেমস (পুল, টেবিল টেনিস, কেরাম)।
  • জিমনেশিয়াম ও লাইব্রেরী ।
  • কর্মমূখী প্রশিক্ষণ ও জীবনমূখী শিক্ষা কার্যক্রম।

সাফল্যঃ

  • সেবা গ্রহীতার সংখ্যা – ১০৪ জন ( ০১/১১/২০২২পর্যন্ত)
  • সুস্থতার হার – ৯৫%