পুলিশ প্লাজা কুমিল্লা
বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে আধুনিক শপিংমল “পুলিশ প্লাজা কুমিল্লা”। এটি ০.৬২ জায়গার উপর নির্মিত ১১ তলা বাণিজ্যিক ভবন। ভবনের বেইজমেন্টে রয়েছে কার পার্কিং, ১ম তলা থেকে ৫ম তলা পযন্ত মার্কেট, ৬ষ্ঠ তলায় ফুডকোট, ৭ম তলা থেকে ১০ তলা পযন্ত অফিস, ১১ তলায় রেস্টরেন্ট জন্য রয়েছে।
প্রকল্পের সুবিধাসমূহ:
প্রকল্পের সুবিধাসমূহ:
- সমগ্র শপিংমল কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত
- শপিংমলে সর্বোচ্চ ক্রেতা সমাগমে মার্কেটে চলাফেরার জন্য রয়েছে প্রশস্থ করিডর
- ফ্লোর টু ফ্লোর ভার্টিক্যাল উঠা নামার জন্য ০৫ জোড়া এস্কেলেটর
- উঠা নামার জন্য ৫টি প্যাসেঞ্জার লিফট
- কার পার্কিং এর সু-ব্যবস্থা
- স্বয়ংক্রিয়ভাবে আগুন ও ধোঁয়া সনাক্তকরণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন অগ্নি নির্বাপক ব্যবস্থা
- নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটরের ব্যবস্থা
- পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক ওয়াশরুম সুবিধা
- ফুডকোর্টে কিডস্ জোনের ব্যবস্থা
- প্রকল্পের নাম : পুলিশ প্লাজা কুমিল্লা
- ভূমির পরিমাণ : ০.৬২ একর
- ভবনের মোট আয়তন: ১ লক্ষ ৯৫ হাজার বর্গফুট
- ভবনের উচ্চতা : ১৫০ ফুট
- প্রকল্পের ব্যয় : ৭০ কোটি (৬ষ্ঠ তলা)
- প্রকল্পের বর্তমান অবস্থা: ৬ষ্ঠ তলা পযন্ত কাজ চলমান