Monday, 26/Dec/2022

পুলিশ প্লাজা কনকর্ড


(বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান)

পুলিশ প্লাজা কনকর্ড বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের পরিচালিত একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ঢাকার অভিজাত এলাকা গুলশান- অবস্থিত। ১৫ই জুন, ২০১৫ সালে এর যাত্রা শুরু হয়। এটি বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট এবং কনকর্ড রিয়েল এস্টেট লিঃ এর যৌথ স্থাপনা। 

 

প্রতিষ্ঠানের অবস্থানঃ পুলিশ প্লাজা কনকর্ড, গুলশান- এর ১৪৪ নং রোডে অবস্থিত। ভবনটির এক পাশে  গুলশান শুটিংক্লাব অপর পাশে রয়েছে দৃষ্টিনন্দন হাতিরঝিল এবং সামনে  তেজগাঁও-গুলশান লিংক রোড। 

প্রতিষ্ঠানের প্রকৃতিঃ এটি বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত সম্পূর্ণ আয় বাংলাদেশ পুলিশের কল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়। 

প্রতিষ্ঠানের আয়তনঃ ভবনটি .৯৭ বিঘা জমির উপর নির্মিত। ষোল তলা বিশিষ্ট ভবনটির ০৩টি বেজমেন্ট রয়েছে যা ভবনের গাড়ি পার্কিং এর কাজে ব্যবহৃত হয়। ১৬ তলাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। নিচ তলা থেকে ৫ম তলা পর্যন্ত পুরো জায়গা জুড়ে রয়েছে আধুনিক শপিং মল এবং ৬ষ্ঠ তলা থেকে ১৬ তলা পর্যন্ত দুটি পৃথক ভবন যা টাওয়ার- এবং টাওয়ার- নামে পরিচিত। টাওয়ার- ৮টি এবং টাওয়ার- ৪টি করে ইউনিট রয়েছে। দুটি টাওয়ারের ইউনিটগুলো বাণিজ্যিক অফিস পরিচালনার কাজে ব্যবহৃত হয়। 

মার্কেটের বর্ণনাঃ পুলিশ প্লাজা কনকর্ড সর্বমোট ৩৭১টি দোকান রয়েছে। এর মধ্যে রেডিমেড গার্মেন্টস, জুতা, ঘড়ি, শাড়ি, থ্রি-পিস, মোবাইল ইত্যাদি পণ্যের দোকান নির্দিষ্ট জোনে অবস্থিত। মার্কেটের ৫ম তলার অর্ধেক ফুডকোর্ট হিসাবে ব্যবহৃত। 

পুলিশ প্লাজা কনকর্ড এর সুবিধাসমূহঃ 

  • সমগ্র শপিংমল কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত 
  • শপিংমলে সর্বোচ্চ ক্রেতা সমাগমে মার্কেটে চলাফেরার জন্য রয়েছে প্রশস্থ করিডর  
  • মার্কেটে ফ্লোর টু ফ্লোর ভার্টিক্যাল উঠা নামার জন্য ৪ জোড়া এক্সেলেটর
  • উঠা নামার জন্য মার্কেটে রয়েছে ১টি ক্যাপসোল লিফট, ১টি পণ্য পরিবহন লিফট, প্রতিটি টাওয়ারে ৩টি করে  মোট ৬টি বড় পরিসরে লিফট আছে
  • ১৬ তলায় রয়েছে বিশাল আধুনিক কনভেনশন হল
  • ৩টি বেইজমেন্টে কার পার্কিং এর সু-ব্যবস্থা 
  • স্বয়ংক্রিয়ভাবে আগুন ও ধোঁয়া সনাক্তকরণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন অগ্নি নির্বাপক ব্যবস্থা এবং প্রশিক্ষিত ফায়ার ফাইটার 
  • নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ৩৩ কেভি ক্ষমতা সম্পন্ন নিজস্ব সাব-স্টেশন এবং জেনারেটরের ব্যবস্থা 
  • পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ওয়াশরুম সুবিধা
  • ফুডকোর্টে কিডস্ জোনের ব্যবস্থা 
 

এক নজরে পুলিশ প্লাজা কনকর্ডঃ

  • প্রকল্পের নাম        : পুলিশ প্লাজা কনকর্ড, গুলশান
  • অবস্থান            : গুলশান- এর ১৪৪ নং রোড
  • ভূমির পরিমাণ        : ২.৯৭ বিঘা
  • ভবনের মোট আয়তন : ৬০,২১৯৭ বর্গফুট 
  • ভবনের উচ্চতা        : ১৬ তলা
  • নির্মাণ কাজ শুরু    : ২০ ফেব্রয়ারী ২০০৬
  • প্রকল্পের বর্তমান অবস্থা: মার্কেট চলমান

প্রকল্প উদ্ধোধনের  তারিখ:

  • ১৫ জুন/২০১৫খ্রিস্টাব্দ

Photo Gallery